Entertainment

11 months ago

Ankita Lokhande-Sushant Singh: বিগবসের ঘর থেকে বেরোতেই সুশান্তের শেষ চিহ্নও হারিয়ে গেল অঙ্কিতার জীবন থেকে

Ankita Lokhande-Sushant Singh
Ankita Lokhande-Sushant Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সবে বিগ বস থেকে বেরিয়েছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। শেষ ৩-এ আসতে না পারার দুঃখ ছিলই। বিগ বস থেকে বেরোতেই আরও খারাপ খবর। মৃত্যু হল সুশান্ত-অঙ্কিতার প্রিয় পোষ্য স্কচ।

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার সময়ে তাঁদের জীবনে আসে স্কচ। সুশান্তের সঙ্গে বিচ্ছেদ হয়, সুশান্তের মৃত্যুর পরেও স্কচ ছিল অঙ্কিতার কাছেই। অঙ্কিতা-ভিকি জৈনের সঙ্গেই থাকত স্কচ। স্কচের শেষকৃত্য করবেন ভিকিই।সোশ্যাল মিডিয়ায় প্রিয় পোষ্যর ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, "মা তোমায় খুব মিস করবে"।


You might also like!