Entertainment

1 year ago

Akshay Kumar : আসানসোল স্টেশনে 'ক্যাপসুল গিল'-এর শুটিং

Akshay Kumar
Akshay Kumar

 

আসানসোল, ২৩ নভেম্বর  : বুধবার আসানসোল রেলস্টেশনের বাইরে এবং পাঁচ নম্বর প্ল্যাটফর্মে শুটিং হল "ক্যাপসুল গিল" সিনেমার কিছু অংশের । এদিন সেট তৈরি করা হয় আসানসোল স্টেশনে। শুটিংয়ের জন্য সেখানে উপস্থিত ছিলেন কলাকুশলীরা।

চিফ মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত গিলের বায়োপিকের নাম ‘ক্যাপসুল গিল’। এরইমধ্যে ইংল্যান্ডে সিনেমার বেশ খানিকটা অংশের শ্যুটিং সেরেছেন মি. খিলাড়ি। এবার রাণীগঞ্জের বিভিন্ন খনিতে শুটিং শেষে ছবিটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। ২০২৩ সালে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিনেমাটি পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। ১৯৮৯ সালে একটি কয়লা খনিতে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনাকে ঘিরেই এ সিনেমার কাহিনী। খনিতে আটকে পড়া ৭১ জন শ্রমিকের প্রাণ বাঁচাতে ইঞ্জিনিয়ার যশবন্ত গিল যে দুর্ধর্ষ সাহসিকতার নজির গড়েছিলেন, সে ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে এ সিনেমার গল্প।

জানা যায়, খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে ৮০ ঘণ্টার প্রচেষ্টায় ৬৫ জন শ্রমিককে জীবিত উদ্ধার করেছিলেন গিল। পানিতে ডুবে মৃত্যু হয় বাকি ৬ শ্রমিকের।

অক্ষয়ের সঙ্গে সিনেমাতে অভিনয় করছেন বাঙালি অভিনেতা অভিজিৎ লাহিড়ি। যাকে ইতিমধ্যেই ‘ফ্যামিলি’, ‘বেলবটম’-এর মতো সিনেমায় অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখেছে দর্শক। এ সিনেমায় আসানসোলের স্টেশন মাস্টারের চরিত্রে দেখা যাবে অভিজিৎকে। এছাড়াও থাকছেন, পরিণীতি চোপড়া, লঙ্কেশ ভরদ্বাজ, রাজেন্দ্রকুমার প্যাটেল, কুমুদ মিশ্র’র মতো তারকারা।

You might also like!