Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

3 years ago

Raju Srivast is in critical condition : আশঙ্কাজনক রাজু শ্রীবাস্ত, রয়েছেন লাইফ সাপোর্টেই

Raju Srivast is in critical condition and is on life support
Raju Srivast is in critical condition and is on life support

 

নয়াদিল্লি, ১৮ আগস্ট  : শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে রাজু শ্রীবাস্তবের। বৃহস্পতিবার সকাল থেকে রাজুর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে।ডাক্তার ঘোষণা করেন অভিনেতার ব্রেন ডেথ হয়েছে। তবে হৃদস্পনন্দ চলছে রাজুর।

দীর্ঘ আট দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব । ১০ আগস্ট দিল্লির এক হোটেলে শরীরচর্চা করার সময় আচমকাই বুকে ব্যাথা অনুভব করেন এই কৌতুক শিল্পী। তারপর সোজা দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর থেকে লাইফ সাপোর্টেই রয়েছেন তিনি। বুধবার রাত থেকেই রাজু শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। কলকাতা থেকে নিউরোসার্জেন পদ্মা শ্রীবাস্তব দিল্লি গিয়েছেন রাজুর চিকিৎসার জন্য। এদিন সকাল থেকে রাজু মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। রাজুর যে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে সেই বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু কমেডিয়ান সুনীল পাল।

রাজুর অ্যাডভাইসার অজিত সাক্সেনা, বলেন 'আজ সকলেই ডাক্তাররা জানান রাজুর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ভীষণ রকম আশঙ্কাজনক। এখন প্রার্থনা করা ছাড়া আর কোনও উপায় নেই।'

You might also like!