Entertainment

1 year ago

A R Rahman : ‘লৌহ কপাট’ বিতর্কের মাঝেই মুখ খুললেন রহমান

A R Rahman (File picture)
A R Rahman (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বৃহস্পতিবার ‘পিপ্পা’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই এ আর রহমানকে নিয়ে সমালোচনার অন্ত নেই। কিন্তু যাঁর একটা গানকে ঘিরে এত বিতর্ক, এত নিন্দা, সেই রহমান কেন এখনও ‘নির্বাক’? প্রশ্ন তুলেছিল শিল্পীমহলের একাংশ।

এই কদিনে এ আর রহমানের সোশাল অ্যাকাউন্টের দিকে নজর ছিল সকলেরই। রবিবার দীপাবলির শুভক্ষণে দেখা গেল তাঁর এক্স হ্যান্ডেলে জ্বলজ্বল করছে সেই ছবির নাম, যে ছবির গানের জন্য তিনি বিতর্কে জড়িয়েছেন। টিম ‘পিপ্পা’র পাশাপাশি সকলকে দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন রহমান। আমাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত ‘পিপ্পা’ ছবি যে এক থেকে দশের মধ্যে ট্রেন্ড করছে, রহমানের পোস্ট থেকেই জানা গেল। সিনেমার দুই মুখ্য চরিত্র ঈশান খট্টর, ম্রুণাল ঠাকুর-সহ পরিচালক রাজা মেনন, সকলকে নাম ধরে ধরে শুভেচ্ছা জানালেও রহমানের পোস্টে কিন্তু নজরুলগীতি বিতর্ক নিয়ে একটা কথারও উল্লেখ নেই! বরং পালটা চলতি বিতর্কের মাঝেই সঙ্গীত মায়েস্ত্রো ‘পিপ্পা’র প্রশংসা করলেন।

উল্লেখ্য, নজরুলগীতি বিকৃতির জেরে রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছে চুরুলিয়ার কাজী পরিবার। সেই গান যদি প্রত্যাহার না করা হয়, তাহলে আইনি পথে হাঁটার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন নজরুল ইসলামের নাতি এবং ভাইপো। 

You might also like!