Entertainment

11 months ago

Didi No 1: বহুদিন ধরে বিয়ের স্বপ্ন দেখেন অন্বেষা! দিদি নং ১ এর মঞ্চে আসল রহস্য ফাঁস

Anshesha dreams of marriage for a long time! Didi No. 1's real secret leaked on stage
Anshesha dreams of marriage for a long time! Didi No. 1's real secret leaked on stage

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারেগামাপা খ্যাত গায়িকা অন্বেষা দত্ত দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন। সেখানে দিদিকে নিজের বহুদিনের স্বপ্নের কথা জানালেন অন্বেষা। দিদি নম্বর ওয়ানে এদিন অন্বেষা দত্ত, চন্দ্রিকা ভট্টাচার্য, প্রমুখ এসেছিলেন। সেখানে অন্বেষা জানান তিনি বহুদিন ধরে বিয়ে করতে চান। এটা তাঁর ছোটবেলার স্বপ্ন। প্রসঙ্গত গত বছরের শেষ দিকে বাগদান সেরেছেন অন্বেষা। নভেম্বর মাসের ২৪ তারিখ অভিরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল সারেন তিনি। সেই কথা উঠতেই এদিন অন্বেষা জানান, 'আমার বহুদিনের ইচ্ছে ছিল নিজের একটি ব্যান্ড হবে। ছোট থেকেই ব্যান্ড, রক, ওয়েস্টার্ন মিউজিক শুনে বড় হয়েছি। তাই এটা চাইতাম। তারপর যখন সেই স্বপ্ন সত্যি হল তখনই ওকে পেলাম। কদিনের আলাপের পর কী একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হল, তারপর সোজা প্রেম। ২-৩ মাসের মধ্যে বাড়ি থেকে বিয়েও ঠিক করে ফেলল।'

You might also like!