সীমান্ত শহরে প্রভাত ফেরির মধ্য দিয়েই কবি প্ণাম
প্রভাত ফেরী, পথ নাটিকা, নৃত্যর-কবিতা ও গানের মধ্য দিয়ে ২৫শে বৈশাখ উদযাপন সীমান্ত শহর বসিরহাটে। ১৬২তম জন্ম দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সীমান্ত শহর বসিরহাটে। বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন পালনের মধ্য দিয়ে কবিগুরু প্রণামে মিলিত হয়েছে আট থেকে আশি। মঙ্গলবার ইউনাইটেড ক্লাবের উদ্যোগে সকাল থেকে প্রভাত ফেরির মধ্য দিয়ে ছোট বড় শিল্পীরা টাকি রোড ও ইটিন্ডা রোড সহ বিভিন্ন জায়গায় একদিকে পথনাটিকা অন্যদিকে গান নৃত্য কবিতা আবৃতির মধ্য দিয়ে কবি গুরুর জন্মদিন পালন করলেন।
আগামী সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ
আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের। মঙ্গলবার এমনই সম্ভাবনার কথা শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী।সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাঁর কাছে মাধ্যমিকের ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি তখন জানান, তাঁর সঙ্গে মাধ্যমিক বোর্ডের যে ঘরোয়া কথাবার্তা হয়েছে, তাতে তিনি আশা করছেন আগামী ১০ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সূত্রের খবর, ফল প্রকাশের চূড়ান্ত প্রক্রিয়া শেষ। অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই ফল বেরোবে, সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে শিক্ষামন্ত্রীর বক্তব্যে।
মুখ্যমন্ত্রীকে আইনি নোটিস বিবেক অগ্নিহোত্রীর
‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা প্রসঙ্গে করা মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিস দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই দুই সিনেমা সম্পর্কে করা অভিযোগ প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ৮ জুন, সোমবার ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করে নবান্ন। তার পরদিনই অর্থাৎ ৯ জুন, মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। পল্লবী জোশী এবং অভিষেক আগরওয়ালের সঙ্গে যৌথভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক।
‘মোকা’-র জন্য কবে থেকে প্রকৃতির তাণ্ডব
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখন তাপপ্রবাহ চলছে৷ সেই পরিস্থিতিতে সত্যি আলাদা করে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব মালুম পড়ছে না প্রকৃতির দিকে তাকিয়ে৷ তবে আবহাওয়া দফতর বলছে, ধীরে ধীরে সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখন তাপপ্রবাহ চলছে৷ তবে আবহাওয়া দফতর বলছে, ধীরে ধীরে সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়৷ আবহাওয়া দফতরের সূত্রে বলা হয়েছে, শুক্র ও শনিবার উপকূলের তিন জেলায় বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে রবিবার। দক্ষিণবঙ্গের সব জেলাতেই, উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা
মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে বাস পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হল৷ ভয়াবহ এই দুর্ঘটনায় আহতও হয়েছেন অনেক যাত্রী৷ দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন৷ দুর্ঘটনার পর পুলিশ, উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও হাত লাগান৷ জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাসটি ইন্দৌরের দিকে যাচ্ছিল৷ এ দিন সকাল ৮.৪০ মিনিট নাগাদ ডোনগরগাঁও দাসাঙ্গা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর উপর নীচের নদীর মধ্যে গিয়ে পড়ে সেটি৷ যদিও গ্রীষ্মকালে নদীতে জল ছিল না৷ তা না হলে আরও প্রাণহানি ঘটতে পারত৷ নিহতদের মধ্য তিনটি শিশু এবং দশজন মহিলা রয়েছেন৷
বিতর্ক এবার পৌঁছল শীর্ষ আদালতে
দেশ জুড়ে চর্চার কেন্দ্রে বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। এবার সেই সিনেমা নিয়ে বিতর্ক পৌঁছল সুপ্রিম কোর্টে। আগামী ১৫ মে মামলাটি শুনবে শীর্ষ আদালত। কেরল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চে হবে সেই আবেদনের শুনানি। মামলাকারীর তরফে কপিল সিবল জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন।গত ৫ মে দেশের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ওই ছবির বিরুদ্ধে মামলা হলেও কেরল হাইকোর্ট ছবির মুক্তিতে স্থগিতাদেশ দেয়নি। ফলে কোনও বাধা ছাড়াই মুক্তি পায় ওই ছবি। কিন্তু নির্দেশকে চ্যালেঞ্জ করেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে।
ইমরান খানকে গ্রেফতার আধাসেনার
পাকিস্তানে আদালতের বাইরে থেকে গ্রেফতার করা হল সে পিটিআই প্রধান ইমরান খানকে৷ মঙ্গলবার তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর৷ খবরে নিশ্চয়তা দিয়েছেন ইমরানের দল পিটিআই-এর আইনজীবী ফয়জল চৌধুরী৷ তাঁকে আপাতত আধাসেনার হেফাজতে নেওয়া হয়েছে৷ সূত্রের খবর, আল কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের ন্যাব বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ইমরানকে একাধিকবার সমন পাঠিয়েছিল৷ বুধবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আদালতে গিয়েছিলেন তাঁর আগাম জামিনের মেয়াদ বৃদ্ধি করাতে, সেই সময়েই তাঁকে রেঞ্জাররা গ্রেফতার করেন বলে খবর৷
রিঙ্কুর জাতীয় দলে ডাক সময়ের অপেক্ষা
পঞ্জাব কিংসের ৭ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স শেষ ওভারে চাপে পড়ে যায়। উল্টোদিকে অর্শদীপ সিং। সেই পরিস্থিতি থেকে কেকেআরকে জিতিয়ে ফের বাজিগর আলিগড়ের রিঙ্কু। ইডেনের গ্যালারিতে তখন রিঙ্কু…রিঙ্কু ধ্বনি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কার পর সোমবার কলকাতার মাঠে পঞ্জাবের বিরুদ্ধেও শেষ ওভারের হিরো রিঙ্কু। আলিগড়ের রিঙ্কু সিং এখন ‘ফিনিশার রিঙ্কু’ বলে পরিচিত। চাপের মুখে যাঁর মাথা ঠান্ডা ঠান্ডা কুল কুল। আইপিএলের এই পারফরম্যান্সের জোরে কি জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারবেন রিঙ্কু? কেকেআর তারকাকে নিয়ে আশাবাদী তাঁর ছেলেবেলার কোচ।
আইপিএল ২০২৩-এর পর অবসর এমএস ধোনির!
এবারের আইপিএল-ই এমএস ধোনির শেষ আইপিএল কিনা তা নিয়ে জল্পনার কোনও শেষ নেই। অনেকেই মন করছেন এবার আইপিএল খেলেই বিদায় জানাবেন মাহি। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাও তাই মনে করেন। এবার ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য করলেন একদা ধোনির ভারতীয় দল ও সিএসকের সতীর্থ এবং অন্যতম প্রিয় বন্ধু সুরেশ রায়না। মিস্টার আইপিএলের বক্তব্য অনুযায়ী, ধোনি তাঁকে জানিয়েছেন এখনই অবসর নেবেন না।বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন সুরেশ রায়না। সেখানেই ধোনির অবসর নিয়ে মন্তব্য করতে গিয়ে রায়না বলেছেন,"ধোনি তাঁকে বলেছেন আমি ট্রফি জিতে আরও এক বছর খেলতে চাই।"
'আদিপুরুষ'-এর ট্রেলার দেখেই ক্ষেপে আগুন সইফ ভক্তরা
সম্প্রতি মুক্তি পেল ‘আদিপুরুষ’ ছবির ট্রেলার৷ যা প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে নেটপাড়ায়৷ ‘আদিপুরুষ’ -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। ছবির রাবণ অর্থাৎ সইফকে দেখা মাত্রই কটাক্ষের ভরিয়ে দিয়েছিলেন সমালোচকরা৷ ছবির ভিএফএক্স নিয়ে উঠেছিল নানা প্রশ্ন৷ এবার ভিএফএক্স-এ নানা পরিবর্তন করে ট্রেলার প্রকাশ্যে এসেছে৷ আদিপুরুষের টিজার ও ট্রেলারকে পাশাপাশি রাখলেই বিস্তর ফারাক দেখতে পারবেন৷ সবচেয়ে যেটা অবাক করেছে সেটা হল ৩ মিনিটের ট্রেলারে রাবণ সইফ আলি খানকে প্রায় দেখাই যায়নি৷ যা দেখে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে৷