Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 (বুধবার, ৩ মে , ২০২৩)

Top10
Top10

 

কোটি-কোটি টাকার খেলা

নিয়োগ দুর্নীতি মামলায় পরতে পরতে রহস্য! আরও এক কোটি ৪০ লক্ষ টাকা ক্যান্ডিডেটদের থেকে এসেছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই টাকা এসেছে আরও নয়া ২৬ জন ক্যান্ডিডেটদের থেকে। চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে। নিয়োগ দুর্নীতি মামলায়  ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন করে ২৬ জন ক্যান্ডিডেটের লেনদেনের সন্ধান পেল ইডি। যাঁদের থেকে শান্তনুর কাছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এসেছে। রিমান্ড প্রেয়ারে উল্লেখ, ইডির তদন্তে উঠে এসেছে, শান্তনুর বাড়ি থেকে যে ৩০০ জনের লিস্ট পাওয়া গিয়েছিল, তাদের ছাড়াও আরও ২৬ জন ক্যান্ডিডেটের খোঁজ পাওয়া গিয়েছে।


মমতার বড় কর্মসূচি

শুধু মালদহ নয়, মুর্শিদাবাদ জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর মালদহ কলেজের অডিটোরিয়ামে বৃহস্পতিবারের বৈঠকে মালদহ জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা নিয়েও প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে মুর্শিদাবাদ জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক না করার কথা থাকলেও হঠাৎই মুর্শিদাবাদ জেলাকে প্রশাসনিক বৈঠকে ডাকায় জল্পনা চরমে। ইতিমধ্যেই তার প্রস্তুতি নিতে শুরু করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। নবান্ন সূত্রে খবর মুর্শিদাবাদ জেলার যে বিভিন্ন প্রকল্পের কাজ চলছে তার অগ্রগতি কতদূর তা নিয়ে পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।


নকল করে বিক্রি করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

শহরে আরও এক অভিনব প্রতারণা। আইপিএল নিয়ে বেটিংয়ের অভিযোগ উঠেছে ভূরি ভূরি। কিন্তু এবার আইপিএলের টিকিট জাল করার অভিযোগ উঠল। এবারও কাঠগড়ায় এক তৃণমূল নেতা। অভিযোগ আইপিএল-এর টিকিট জাল করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার তৃণমূল নেতা। ধৃতের নাম বিক্রম সাহা। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার্কিংসের ২৩ এপ্রিলের ম্যাচের টিকিট জাল করে বিক্রির অভিযোগ। মঙ্গলবার রাতে নদিয়ার তাহেরপুর থেকে বিক্রমকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। স্থানীয় সূত্রে খবর, বিক্রম তাহেরপুর শহর টিএমসিপি-র প্রাক্তন সভাপতি। পরে রানাঘাট সাংগঠনিক জেলার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। 


পর্ষদে ভুয়ো সার্টিফিকেট নিয়ে গিয়ে ইন্টারভিউ!

কোটি কোটি টাকার চাকরি বিক্রির অভিযোগে এখন তপ্ত বাংলা। গ্রেফতার হয়েছেন শাসকদলের একের পর এক প্রভাবশালী নেতা, মন্ত্রী, বিধায়ক। কিন্তু তাতে সতর্ক হওয়া তো দূর, বিন্দুমাত্র ভয় না পেয়ে জাল সার্টিফিকেট নিয়ে কাউন্সেলিংয়ে সরেজমিনে চলে এলেন এক প্রার্থী। মঙ্গলবার পর্ষদের অফিসে ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণ দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ চলছিল। সেখানেই ইন্টারভিউ দিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে এসেছিলেন ওই প্রার্থী। তাঁর যাবতীয় শিক্ষা সংক্রান্ত নথি খতিয়ে দেখে আধিকারিকরা জানতে পারেন, ওই প্রার্থীর সার্টিফিকেট জাল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ভুয়ো চাকরিপ্রার্থী বাপ্পা দেবনাথকে গ্রেফতার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ।


গাছের মাথায় থরে থরে সাজানো কোটি টাকা

কয়েকদিন পরেই ভোট। নির্বাচনী আবহে তপ্ত কর্নাটকের মাটি। এদিকে এরইমধ্যে সে রাজ্যে এক কংগ্রেস নেতার ভাইয়ের বাড়িতে হানা দিল আয়কর দফতর। কিন্তু, হানা দিতেই চক্ষু চড়কগাছ আয়কর দফতরের আধিকারিকদের। গাছের মাথায় সাজানো থরে থরে টাকা। বাড়ির মধ্যেই ওই গাছের উপর থেকে উদ্ধার হল প্রায় ১ কোটি টাকা। যা দেখে অনেকেই আবার ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত অজয় দেবগনের ছবি ‘রেইডের’ কথা মনে করছেন। এই ছবিতেও এক নেতার বাড়ির অলিগলি, সিলিং, দেওয়ালের গুপ্ত কুঠোরি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। ইতিমধ্যেই এই ছবির সিক্যুয়াল তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন অজয়। 


পওয়ারের পর সরলেন আরও এক বড় নেতা

দলীয় প্রধান হিসেবে শরদ পওয়ার তাঁর ইস্তফার কথা ঘোষণা করার একদিন পরই, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন এনসিপি নেতা তথা বিধায়ক জিতেন্দ্র অহওয়াদ। বুধবার তিনি বলেছেন, “আমি দলের জাতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি এনসিপি প্রধান শরদ পওয়ারের কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। পওয়ার সাহেবের ঘোষণার পর, এনসিপির থানের সমস্ত পদাধিকারীরাও দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন।” উদ্দব ঠাকরে মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন জিতেন্দ্র অহওয়াদ। শরদ পওয়ারের অত্যন্ত আস্থাভাজন হিসেবেই তিনি পরিচিত। মহারাষ্ট্রে এনসিপির সবথেকে প্রভাবশালী নেতাদের অন্যতম তিনি। 


এলোপাথাড়ি বুলেটে চিরস্তব্ধ ৮ পড়ুয়া

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের এক স্কুলে এক গুলিচালনার ঘটনায় অন্তত আট ছাত্র ও এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। বুধবারের (৩ মে) এই মর্মান্তিক ঘটনায় এক শিক্ষক এবং আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, বেলগ্রেডের সেন্ট্রাল ভ্রাকার জেলার ভ্লাদিস্লাভ রিবনিকার প্রাথমিক বিদ্যালয়ে। বন্দুকধারী ছিল এক ১৪ বছরের কিশোর, ওই স্কুলেরই সপ্তম শ্রেণির ছাত্র সে। স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, ওই কিশোর প্রথমে তার এক শিক্ষককে গুলি করেছিল। তারপর, অন্য ছাত্রছাত্রী এবং নিরাপত্তারক্ষীদের উপরও নির্বিচারে গুলি চালায় সে। 


আইপিএল খতম কেএল রাহুলের

আশঙ্কা ছিলই,  আইপিএল থেকে ছিটকে গেলেন চোট পেয়ে লখনউ দলের অধিনায়ক কে এল রাহুল। হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি আইপিএলে আর খেলতে পারবেন না।‌ বিরাটের বেঙ্গালুরুর বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন রাহুল। ব্যাটিংয়ে কোনরকমে ১০ নম্বরে নামলেও তখনই বোঝা গিয়েছিল চোট গুরুতর। আপাতত সপ্তাহখানেকের বিশ্রাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। যদিও ভারতীয় বোর্ড কর্তারা আশাবাদী আইপিএলের না পারলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবেন রাহুল।


প্রতিবাদীদের সঙ্গে দেখা করেন পিটি উষা

প্রতিবাদী কুস্তিগিরদের নিয়ে মন্তব্যের জেতে চারিদিক থেকেই সমালোচনার ঝড়। যার জেরেই হয়তো অবশেষে প্রতিবাদকারীদের সঙ্গে দেখা করতে বাধ্য হলেন পিটি উষা। এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে অলিম্পিক সংস্থার সভাপতির মন্তব্য নিয়ে সমালোচনা হওয়ারই কথা। অ্যাথলিটদের পাশাপাশি প্রশাসকদের সঙ্গেও দেখা করেন পিটি উষা। কুস্তিগিরদের আশ্বাস দিয়েছেন সবরকম সহযোগিতার। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি পিটি উষা। তবে দেশের অন্যতম সেরা কুস্তিগির বজরং পুনিয়া বলেছেন, ‘প্রাথমিক ভাবে তাঁর মন্তব্য় আমাদের সকলেরই খুব খারাপ লেগেছিল। তারপর তিনি জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমাদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশাসকদের সঙ্গেও কথা বলেছেন।’


পিছিয়ে যাচ্ছে ‘জওয়ান’-এর মুক্তি

কবে থেকে শুরু হবে জওয়ান এর প্রমোশন? সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই এই প্রশ্ন করে আসছেন শাহরুখ ভক্তরা। ২ জুন মুক্তি পাবার কথা অথচ প্রচার কেন শুরু হচ্ছে না তা নিয়ে ধোঁয়াশা বাড়ছিল। এবার সামনে আসছে প্রচার শুরু না করার আসল কারণ। শোনা যাচ্ছে ২ জুন এর পরিবর্তে ২৯ তারিখ মুক্তি পাবে ‘জওয়ান’। ছবির প্রথম মুক্তির তারিখ প্রকাশ্যে এলেও ছবির ট্রেলার বা টিজার নিয়ে কোনও তথ্যই জানানো হয়নি প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফ থেকে। এমনকি ছবির প্রচার কবে থেকে শুরু হবে সেই নিয়েও নীরব ছিলেন শাহরুখ।

You might also like!