অভিনেত্রীর বাড়িতে হামলার
মডেল ও টলিউডের এক অভিনেত্রীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানা এলাকার ঢালুয়ায়৷ অভিযোগ প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ সুচরিতা ওই হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করেছেন। পোস্ট করার পাঁচ ঘন্টা পর সেটি দেখেছেন প্রায় ১১ হাজার নেটনাগরিক। এই ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা৷ সূত্রের খবর, অভিনেত্রী সুচরিতা বিশ্বাসের সঙ্গে ২০১১ সালে বিয়ে হয় নরেন্দ্রপুর থানা এলাকার শ্রীনগরের বাসিন্দা পিনাকী মজুমদারের৷ ২০১৫ সালে তাঁদের বিবাহ-বিচ্ছেদও হয়৷ অভিযোগ, এরই মধ্যে সম্প্রতি উপর্যুপরি দু’দিন আচমকা কয়েকজনকে নিয়ে এসে সুচরিতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে পিনাকীর বিরুদ্ধে৷
প্রাথমিকে একসঙ্গে ৩৬ হাজার চাকরি বাতিল
একসঙ্গে ৩৬ হাজার চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট৷ ২০১৬ সালে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় প্রশিক্ষণ বিহীন ৩৬ হাজার প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিন মাসের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি৷ তবে বিচারপতি নির্দেশে জানিয়েছেন, যে প্রার্থীরা চাকরি পাওয়ার পর ইতিমধ্যেই প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁদের চাকরি থাকবে৷ একই সঙ্গে বিচারপতি অবশ্য জানিয়েছেন, এখনই কারও চাকরি যাবে না৷ প্রশিক্ষণবিহীনরা আগামী চার মাস চাকরি করবেন৷ তবে পার্শ্ব শিক্ষকদের স্তরে বেতন পাবেন৷ নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের জন্য সংসদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকেই দায়ী করেছেন বিচারপতি৷
শোরগোল ফেললেন কুন্তল
নিয়োগ দুর্নীতি মামলায় ফের মুখ খুললেন অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। শুধু মুখই খুললেন না করলেন বিস্ফোরক দাবি। শুক্রবার লক আপ থেকে আদালতে ঢোকার মুখে ফের তাপস মণ্ডল দাবি করেন পার্থ ঘনিষ্ঠ ‘এজেন্ট’ সন্তু গঙ্গোপাধ্যায় আসলে কুন্তলেরই শাগরেদ। আর এই প্রশ্ন তুলতেই পাল্টা বিস্ফোরক মন্তব্য কুন্তল ঘোষের। এদিন সাংবাদিকদের সামনে কুন্তল ঘোষ বলেন, “আমি যে অভিযোগটা করলাম – আমার ওপর বলপ্রয়োগ করা হয়েছে, আমার উপর অত্যাচার করা হয়েছে, তার বিচারটা কোথায়? আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ আপনারা বিষয়টা ভালো বুঝবেন যে, আমার ওপর যে অত্যাচার হয়েছে তার বিচার চাই আমি।”
স্বস্তি পেলেন না অভিষেক
হাইকোর্টে আবেদন করলেও এখনই কুন্তল ঘোষ সংক্রান্ত মামলায় অব্যাহতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই মামলা থেকে অব্যাহতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ৷ যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এ দিন সেই আবেদন খারিজ করে দিয়েছেন৷ তৃণমূল শীর্ষ নেতার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির পরামর্শ, আদালত ৭ দিন, ২৪ ঘণ্টাই খোলা আছে৷ ফলে হঠাৎ করে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি কোনও কঠোর পদক্ষেপ করে, সেক্ষেত্রে চাইলেই আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসেছে৷
'শিক্ষকদের কাছে শিশুরা ধৈর্য, সাহায্য করার গুণাবলী শেখে'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার গুজরাটের গান্ধিনগরে অখিল ভারতীয় শিক্ষা সংঘ অধিবেশনে শিক্ষকদের উদ্দেশ্য ভাষণ দিয়েছেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের এই জিনিসটি সবসময় মনে রাখা উচিত, যে শিশুরা আপনার চিন্তাভাবনা, আচরণ এবং কথাবার্তা থেকে অনেক কিছু শিখতে পারে। কখনও কখনও আপনি যা শেখাচ্ছেন এবং ছাত্র আপনার কাছ থেকে যা শিখছে, তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শিক্ষার্থী আপনার কাছ থেকে শুধুমাত্র সেই বিষয় শিখছে না। সেও শিখছে কীভাবে তার কথা রাখতে হয়। তিনি আপনার কাছ থেকে ধৈর্যশীল হওয়া এবং অন্যদের সাহায্য করার মতো গুণাবলীও শিখছেন।‘
প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফল
প্রকাশিত হল সিবিএসএই দশম শ্রেণির পরীক্ষার ফল। শুক্রবার দ্বাদশ শ্রেণির পাশাপাশি সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন দশম শ্রেণিরও ফল প্রকাশিত হয়েছে। এ বছর সিবিএসই দশম শ্রেণিতে পাশের হার ৯৩.১২ শতাংশ। ২০১৯ সালে কোভিড অতিমারির সময় এই পাশের হার ছিল ৯১.১০ শতাংশ। এ বছর সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ। সেই পরীক্ষা শেষের দুমাস পার হওয়ার আগেই প্রকাশিত হল ফল। তবে দ্বাদশ শ্রেণির মতো দশম শ্রেণির মেরিট লিস্টও প্রকাশ করা হয়নি সিবিএসই-র তরফে। প্রায় ১৯ লক্ষ পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় বসেছিলেন বলে জানা গিয়েছে, সিবিএসই তরফে।
বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন গৃহশিক্ষকের
বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বাংলাদেশের গাজীপুরের সালনা এলাকায় মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। কলেজ ছাত্রীকে বাঁচাতে গিয়ে অভিযুক্ত শিক্ষকের ছুরির আঘাতে আহত হয়েছেন ওই ছাত্রীর মা ও তিন বোন। মৃত কলেজ ছাত্রীর নাম রাবেয়া আক্তার। জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক কলেজ ছাত্রীর দুই বোনকে বাড়িতে পড়াতে আসতেন। পবিত্র কোরান পড়াতে আসতেন তিনি। সেই পড়াতে এসে রাবেয়াকে ভাল লেগেছিল তাঁর। রাবেয়াকে বিয়ে করার প্রস্তাবও তিনি দিয়েছিলেন রাবেয়ার বাবাকে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় রাবেয়ার পরিবার। কয়েক পরই বাড়িতে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
এশিয়ান কাপে কঠিন ঠাঁই
অস্ট্রেলিয়ার মতো কঠিন টিমের মুখোমুখি সর্বোচ্চ স্তরে এর আগেও হয়েছে ভারত। ২০১১ সালের এশিয়ান কাপের ওই ম্যাচে সুব্রত পাল, সুনীল ছেত্রীর টিম দাঁড়াতেই পারেনি। এ বার কি পরিস্থিতি পাল্টাবে? এশিয়ান কাপের ড্রয়ের পর বেশ চাপে পড়ে গিয়েছেন ভারতীয় টিমের কোচ ইগর স্টিমাচ। ভারত রয়েছে গ্রুপ বি-তে। একই গ্রুপে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও সিরিয়া। ফিফা ক্রমতালিকায় ১০১ নম্বরে রয়েছেন সুনীলরা। সিরিয়া ৯০, উজবেকিস্তান ৭৪ ও অস্ট্রেলিয়া রয়েছে ২৯ নম্বরে। লড়াইটা যে বেশ কঠিন, ভালোই বুঝতে পারছেন স্টিমাচ। তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানান, এএফসি এশিয়ান কাপে ভারতের লড়াই বেশ কঠিন হতে চলেছে। তবে তাঁর টিম লড়াই করার প্রতিশ্রুতিই দিচ্ছেন।
অভিনব উদ্যোগ ফেডারেশনের
পিকে বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। ৩ বছর আগে কোভিডকালে ২০ মার্চ প্রয়াত হয়েছিলেন কিংবদন্তি ফুটবলার ও কোচ পিকে বন্দ্যোপাধ্যায়। তিনি পরলোক গমন করলেও, এখনও তাঁর স্মৃতি ছড়িয়ে রয়েছে ময়দানে। গুরুকে ভুলতে পারেননি তাঁর ছাত্ররা। ২৩ জুন পিকে বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এ বার থেকে প্রত্যেক বছর ওই দিন ‘এআইএফএফ গ্রাসরুট ডে’ হিসেবে পালন করবে ফেডারেশন। তৃণমূলস্তর থেকে ফুটবলার তুলে আনার অন্যতম কারিগর ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর জন্মদিনকে এ ভাবেই স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিল ফেডারেশন। শুক্রবারই সরকারী ভাবে সেই সিদ্ধান্ত নিল এআইএফএফ।
প্রেমিককে অবশেষে সামনে আনলেন মিষ্টি
পিডিএ (পাব্লিক ডিসপ্লে অব এফেকশন) তাঁর কোনওকালেই পছন্দ নয়। অন্তত তাঁর ইনস্টাগ্রাম জানান দেয় এমনটাই। ১৪ বছরের প্রেম অথচ, সেই প্রেম নিয়ে তিনি প্রথম থেকেই ছিলেন মুখে কুলুপ এঁটে। বিয়ের দিন এগিয়ে আসতেই অবশেষে প্রেমিকের ছবি সামনে আনলেন তিনি। তিনি অর্থাৎ ছোটপর্দার জনপ্রিয় নায়িকা মিষ্টি সিং। নায়িকার প্রেমের নাম রেমো দাস। রেমোর গালে আদরের চুম্বন নায়িকার, হাতে ফুলের তোড়া, এমনই এক ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। কিছু দিন আগেই হবু স্বামীর এক বাদামি রঙের চোখের ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবি পোস্ট করে মিষ্টি জানিয়েছিলেন, ওই চোখেরই প্রেমে প্রথম পড়েন তিনি।