Duranta barta Audible Pod casts

11 months ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( বুধবার ,১০ মে ,২০২৩ )

আজকের সেরা ১0 ( বুধবার ,১০ মে ,২০২৩ )
আজকের সেরা ১0 ( বুধবার ,১০ মে ,২০২৩ )

 

রাজভবনের সামনের বহুতলে আগুন

ডালহৌসি চত্বরে ভয়াবহ আগুন। বুধবার সকালে রাজভবনের অদূরে টেলিফোন ভবনের কাছেই একটি বহুতলে আগুন লাগে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কয়েক পা দূরে রাজভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসও। অনুমান, ওই ব্যাঙ্কের ক্যান্টিন থেকেই আগুন লেগেছে। কারণ সেখান থেকে একটি জোরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


কলকাতার সিবিআই দফতরে শীর্ষ কর্তারা

নিজাম প্যালেসে সিবিআই দফতরে উচ্চ পর্যায়ের বৈঠক। দিল্লি থেকে এলেন অ্যাডিশনাল ডিরেক্টর ডিসি জৈন এবং জয়েন্ট ডিরেক্টর ডিএস শুক্লা। নিজাম প্যালেসে জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি-দের সঙ্গে নিয়োগ দুর্নীতি, গরু, কয়লা পাচারের মতো মামলা নিয়ে পর্যালাচনা বৈঠক করতে দিল্লি থেকে কলকাতা এসেছেন সিবিআইয়ের ওই দুই শীর্ষ কর্তা। বেলা ১২.১৫ মিনিট নাগাদ সিবিআই দফতরে তারা আসেন। বৈঠকে তদন্তকারী অফিসাররাও ছিলেন। প্রসঙ্গত, ইডির পাশাপাশি শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে সিবিআই। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 


আগামী সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ

অবশেষে জানা গেল মাধ্যমিক ২০২৩-এর ফলপ্রকাশের দিন। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ট্যুইট করে জানালেন মাধ্যমিকের রেজাল্টের দিনক্ষণ। ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ১৯ মে, ২০২৩ শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। সকাল ১০ টায় ফল প্রকাশ হবে। বেলা ১২টার পর থেকেই ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবার মাধ্য়মিক পরীক্ষা দিয়েছে, ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৪ লক্ষ। গত ৪ মার্চ ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা।


১৭৫ বছর পূর্তি

বেথুন কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই বেথুন স্কুলের ১৭৫ বছর নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘১৭৫ বছর পেরিয়ে আসা, চারটিখানি কথা নয়। ১৭৫ বছর আগে যে চারাগাছ জন্মেছিল, আজ তা মহীরূহ হয়ে গিয়েছে। যখন এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, তখন মহিলা শিক্ষার কথা কেউ ভাবতে পারত না। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর, আর আপনাদের বয়স ১৭৫ বছর। স্বাধীনতা আন্দোলনে, নবজাগরণে আপনাদের অবদান ছিল। নারী শিক্ষায় সচেতনতা বাড়াতে আপনাদের অবদান ছিল। আজকের দিনে নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়, কিন্তু ১৭৫ বছর আগে এটা নিয়ে কথা বলা সত্যিই আলাদা বিষয়।’


তামিলনাড়ুতে ক্লাস টুয়েলভ-এর পরীক্ষায় ৬০০-এ ৬০০

বংশপরিচয় কোনওভাবেই শিক্ষা বা মেধার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সে কথাই নতুন করে প্রমাণ করলেন তামিলনাড়ুর দ্বাদশ শ্রেণীর এক পরীক্ষার্থিনী। তাঁর বাবা পেশায় কাঠের মিস্ত্রি। শত প্রতিকূলতা পেরিয়ে দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ৬০০-এ ৬০০ পেলেন মেয়ে। ১০০ শতাংশ নম্বর পেয়ে রেকর্ড করলেন তামিলনাড়ুর নন্দিনী। কমার্সের ছাত্রী নন্দিনী ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে চান। কিশোরী জানিয়েছেন, ‘‘৬০০-এ ৬০০ পেয়ে আমি খুবই খুশি। আমি এই রেজাল্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং বাবা মাকে উৎতসর্গ করতে চাই৷ যদি আমাদের আত্মবিশ্বাস থাকে, কোনও বাধাই চলার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে না৷’’


ডিজে-র তালে বরযাত্রীদের নাচ

বরযাত্রীর যাওয়ার সময় নাচ ঘিরে রণক্ষেত্র মধ্যপ্রদেশের সিওনিতে। সেই নাচ নিয়ে গন্ডগোলের সূত্রপাত যা হাতাহাতির পর্যায় পৌছয়। সেই হাতাহাতিতে আহত এক যুবকের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। ঘটনাটি আড়ি থানার অন্তর্গত বরিখুর্দ গ্রামের। সূত্রের খবর অনুসারে, সাহু সমাজের একটি বরযাত্রী মিছিল বারঘাট থানা এলাকার মানেগাঁও থেকে বরিখুর্দ গ্রামে যাচ্ছিল। সেইসময় ডিজে-তে নাচতে গিয়ে দুই যুবকের মধ্যে বচসা শুরু হয়। বরযাত্রীর যাওয়া শেষ হওয়ার পর উভয়ের মধ্যে তুমুল হাতাহাতি হয়। এ ঘটনায় গুরুতর আহত যোগেশ আগাস নামক এক ব্যাক্তি। আহত যোগেশ আগাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 


আদালতে পেশ করা হল না ইমরানকে

কোথাও রাস্তাঘাটে জ্বলছে টায়ার। কোথাও চলছে ভাঙচুর। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানে-র গ্রেফতারি ঘিরে উত্তপ্ত পাকিস্তান। মঙ্গলবার ইসলামাবাদের আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেই ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো-র হাতে গ্রেফতার হন ইমরান খান। এই খবর চাউর হতেই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে ইসলামাবাদে। বিভিন্ন জায়গায় সেনার সঙ্গে ইমরান খানের দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করা হয় ইসলামাবাদে। আজ, বুধবার ইমরান খানকে আদালতে পেশ করার কথা থাকলেও, অশান্তি এড়াতে আদালতে পেশ করা হয়নি ইমরানকে।  


সৌরভ মুগ্ধ সূর্য কুমারে

সূর্য কুমার যাদব এই মুহূর্তে পৃথিবীর সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান। মঙ্গলবার রাতে এটা আবার বুঝতে পারলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যে অসাধারণ ইনিংস তিনি উপহার দিয়েছেন সেটা ভোলা সম্ভব নয়। কম্পিউটারের মতো ইনিংস খেলেছেন তিনি। সৌরভ বলেছেন সূর্য কুমারের ব্যাটিং যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। কম্পিউটারের মতো ব্যাট করছে। মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছে। সূর্যকুমার যাদব বর্তমানে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান। তাঁকে যদি টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটসম্যান বলা হয়, তাতে দোষের কিছু থাকবে না। সূর্য এই ফর্ম্যাটে যেভাবে খেলছেন তা অবিশ্বাস্য। 


ভারতে আসবে বলে জানিয়ে দিল পাকিস্তান

সমস্ত টালবাহানার ইতি! একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপ খেলতে অক্টোবর মাসে ভারতে আসার ব্যাপারে সম্মতি দিয়েছে পাকিস্তান। ICC সূত্রের খবর, ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ অক্টোবর। অর্থাৎ পুজোর আগেই মহারণ। ভেনু চূড়ান্ত না হলেও এগিয়ে আহমেদাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরু। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিপকে খেলবে ভারত। উদ্বোধনী ম্যাচ হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের। একটি সেমিফাইনাল আয়োজন করবে মুম্বই। দ্বিতীয় সেমিফাইনাল হতে পারে ইডেনে। পাকিস্তান তাদের হোম ম্যাচগুলো খেলবে আহমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরুতে। কলকাতায় হতে চলেছে বাংলাদেশের বেস ক্যাম্প‌। 


আইনি নোটিস ধর্মগুরুর

আইনি জটে মনোজ বাজপেয়ীর ছবি ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’ ছবিটি। ট্রেলার মুক্তি পেতেই শুরু হয়েছে নানা বিতর্ক। ছবিটিতে যে ধর্মগুরুকে দেখানো হয়েছে তার সঙ্গে মিল রয়েছে জেলবন্দি ধর্মগুরু আসারাম বাপুর– এমনটাই মনে করছেন অনেকে। এবার ভাবমূর্তি খারাপ করার অভিযোগে মনোজের ওই ছবির টিমকে আইনি নোটিস পাঠাল আসারাম বাপুর ট্রাস্ট। আইনি নোটিসে দাবি করা হয়েছে, “ছবিটি অত্যন্ত আপত্তিকর ও তাঁর ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর।” প্রসঙ্গত, ২০১৩ সালে সুরটের এক মহিলাকে ধর্ষণের অভিযোগে আপাতত জেল খাটছেন আসারাম। অন্যদিকে এই ছবিতে দেখানো হয়েছে এক নাবালিকার যৌন হেনস্থার করুণ কাহিনী।

You might also like!