
নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : আমরা এমন একটি ভারতে রয়েছি, যেখানে সব কিছুই সম্ভব। আর যেটা সম্ভব নয়, সেটা সম্ভবপর করে তোলা হচ্ছে। জোর দিয়ে বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
তিনি বলেছেন, "আমাদের সংস্কৃতি ৫ হাজার বছরের পুরনো, এমন দেশ পৃথিবীতে খুব কমই আছে। শিল্পীদের সম্মান করা, তাদের যত্ন নেওয়া, তাদের রক্ষা করা, তাদের লালনপালন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।" শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে সঙ্গীত নাটক অ্যাকাডেমি অমৃত পুরস্কার প্রদান করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় ৮৪ জন শিল্পীকে । উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, কেন্দ্রীয় সংস্কৃতি ও বিদেশ প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখি ।
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, এইসব যোগ্য ব্যক্তিত্বদের সম্মান প্রদানের মাধ্যমে বাড়লো ভারতের গৌরব। ভারতের পৌরহিত্যে জি-২০ বৈঠক প্রসঙ্গ উত্থাপন করে উপ-রাষ্ট্রপতি বলেন, আমাদের সাংস্কৃতিক যে ঝলক জি-২০-তে দেখা গিয়েছে... তাতে সবাই স্তম্ভিত! উপরাষ্ট্রপতি আরও বলেন, একজনের আশীর্বাদই যথেষ্ট... আর অনেকের মিলন!
