
কলকাতা, ৪ ডিসেম্বর : সুপার কাপের শেষ চারের ম্যাচ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। শেষ চারে খেলবে উত্তর, পূর্ব ও পশ্চিম ভারতের এই চারটি দল। চারটি দলই আইএসএলের দল। বৃহস্পতিবার সুপার কাপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে কলকাতার ইস্টবেঙ্গল এফসি ও পঞ্জাব এফসি। ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে একবার, যা তারা ২০২৪ সালে জিতেছিল। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ জয়, কারণ এর মাধ্যমে তারা ১২ বছরের ট্রফির খরা কাটিয়ে উঠেছিল। এই জয়ের ফলে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন করে।
আর প্রথমবার এই প্রতিযোগিতার সেমি-ফাইনাল পর্যায়ে খেলতে নামছে পঞ্জাব এফসি। দু’টি দলই নিজেদের গ্রুপে অপরাজিত থেকে শেষ করে। ইস্টবেঙ্গল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে গ্রুপে গোল পার্থক্যে পিছনে ফেলে শীর্ষে উঠে আসে। দুই দলের মধ্যে উত্তেজনাপূর্ণ ডার্বিতে ড্রয়ের পর তারাই শেষ চারে পৌঁছয়। অন্যদিকে, পঞ্জাব এফসি-র গ্রুপে বেঙ্গালুরু এফসির সঙ্গে পয়েন্ট ও সব পরিসংখ্যান সমান ছিল, যার ফলে গ্রুপের সিদ্ধান্ত গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানে পাঞ্জাবের গোলরক্ষক মুহিত খান বেঙ্গালুরুর উইঙ্গার রায়ান উইলিয়ামসের শট বাঁচিয়ে নায়ক হয়ে ওঠেন এবং নিজের দলকে গ্রুপ চ্যাম্পিয়ন করেন। গোয়ার মারগাওয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইস্টবেঙ্গল এবং পঞ্জাব এফসির মধ্যে সুপার কাপ ২০২৫-২৬ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪টায়।
