Country

1 year ago

Jagdeep dhankhar on Indian Economy : ভারতের বৃদ্ধি অপ্রতিরোধ্য ও ২০৪৭ সালের মধ্যে বিশ্ব নেতা হিসাবে আবির্ভূত হবে : জগদীপ ধনখড়

Jagdeep Dhankhar The Vice President (File Picture)
Jagdeep Dhankhar The Vice President (File Picture)

 

নয়াদিল্লি, ২৪ মে  : ভারতের বৃদ্ধি অপ্রতিরোধ্য ও ২০৪৭ সালের মধ্যে বিশ্ব নেতা হিসাবে আবির্ভূত হবে। মন্তব্য করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। উপ-রাষ্ট্রপতি বলেছেন, ভারতের এখন এমন বৃদ্ধি হচ্ছে, যা আগে কখনও হয়নি। ক্রমবর্ধমান এই প্রবৃদ্ধির গতি ভবিষ্যতে উত্তরোত্তর বাড়বে। উপ-রাষ্ট্রপতি বুধবার নতুন দিল্লিতে বিএসএফ ইনভেস্টিচার অনুষ্ঠানে বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীদের মেধাপূর্ণ কাজের জন্য পুলিশ পদক প্রদান করেন।

ব্রিটেনকে ছাড়িয়ে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য দেশের কৃতিত্বের প্রশংসা করেন উপ-রাষ্ট্রপতি। তিনি নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান এবং অন্য কোনও অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিএসএফ জওয়ানদের ভূমিকারও প্রশংসা করেন। বিএসএফ মহিলা কর্মীদের ভূমিকার কথা বলতে গিয়ে উপ-রাষ্ট্রপতি বলেন, বেটি পড়াও গণতন্ত্রের প্রস্ফুটিত এবং অর্থনীতির বৃদ্ধির জন্ম দিয়েছে।


You might also like!