Country

1 year ago

Chief Minister: গ্রামোন্নয়ন আধিকারিকদের নিয়োগপত্র দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

Uttarakhand Chief Minister issued the appointment letter of Rural Development Officers
Uttarakhand Chief Minister issued the appointment letter of Rural Development Officers

 

দেরাদূন, ৭ মার্চ: বৃহস্পতিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গ্রামোন্নয়ন আধিকারিকদের নিয়োগপত্র প্রদান করেন। এদিন মুখ্যমন্ত্রী গ্রামীণ উন্নয়ন দফতরের অধীনে গ্রামোন্নয়ন আধিকারিক পদের জন্য নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র প্রদান করে তিনি গ্রামোন্নয়ন আধিকারিকদের অভিনন্দন জানান।

সকল আধিকারিকদের শুভেচ্ছা জানিয়ে ধামি বলেছেন, এখন আপনারা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। আপনাদের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে হবে। মানুষের সমস্যা সমাধান করার দায়িত্ব আপনাদের ওপরে রয়েছে। আশা করা যায় কঠোর নিয়মানুবর্তিতা বজায় রেখে এই কাজ আপনারা শুরু করবেন।


You might also like!