Country

5 days ago

Jual Oram: বেশ কিছু বছর ধরে তপশীলি জাতির সাক্ষরতা বৃদ্ধি হচ্ছে, জুয়েল ওঁরাও

Jual Oram
Jual Oram

 

নয়াদিল্লি, ২০ মার্চ : বেশ কিছু বছর ধরে তপশীলি জাতির সাক্ষরতা বৃদ্ধি হচ্ছে, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওঁরাও। কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওঁরাও বলেছেন, তপশীলি জাতির মানুষের মধ্যে সাক্ষরতা বাড়াতে সরকার বিভিন্ন ধরণের প্রকল্প রূপায়নের কাজ হাতে নিয়েছে। দেশের সাধারণ সাক্ষরতার হারের চেয়ে আদিবাসীদের মধ্যে এই হার কম। লোকসভায় বৃহস্পতিবার এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী ওঁরাও বলেন, বেশ কিছু বছর ধরে তপশীলি জাতির সাক্ষরতা বৃদ্ধি হচ্ছে এবং সাধারণ হারের সঙ্গে ফারাক ক্রমশ কমছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রক, ২০১৮-১৯ সাল থেকে সমগ্র শিক্ষা অভিযান কর্মসূচীর মাধ্যমে স্কুলশিক্ষার সমস্ত স্তরে লিঙ্গ এবং সামাজিক বিভেদ রেখা মুছে দিতে সচেষ্ট রয়েছে।


You might also like!