Country

2 days ago

Bijapur Naxal News: বিজাপুরে ৪৫ কেজি আইইডি উদ্ধার

45 kg IED recovered in Bijapur
45 kg IED recovered in Bijapur

 

বিজাপুর , ২৮ মার্চ : ছত্তিশগড়ের বিজাপুরে শুক্রবার সকালে চেরপাল-পালনার রোডে ৪৫ কেজি আইইডি উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। বিজাপুরের এক পুলিশ আধিকারিক জানান , নকশালরা নিরাপত্তা বাহিনীকে নিশানা করতে এই বিস্ফোরক রেখেছিল। কমান্ড সুইচ সিস্টেমে সংযুক্ত আইইডি-র সুইচ প্রায় ১৫০ মিটার দূরে ছিল। সিআরপিএফ ও ডিআরজি জওয়ানদের তৎপরতায় এটা উদ্ধার হয়। সিআরপিএফ ২২২তম ব্যাটালিয়নের দল শুক্রবার সকালে টহলে বেরিয়ে আইইডি-র খোঁজ পায়। পরে বিজাপুর বিডিএস ও সিআরপিএফ ২২২ বাহিনী মিলে এটিকে নিরাপদে নিষ্ক্রিয় করে।


You might also like!