Country

2 days ago

Kathua encounter: কাঠুয়ায় নিকেশ ৫ জঙ্গি

Kathua encounter
Kathua encounter

 

জম্মু, ২৮ মার্চ : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় জুথানা এলাকার সুফেইন বনাঞ্চলে বৃহস্পতিবার রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ জঙ্গি মারা গেছে। জঙ্গিদের দেহগুলি উদ্ধার করা হয়েছে। এই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন তিন নিরাপত্তা বাহিনীর সদস্য। বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর জওয়ান আহত হয়েছেন। তাদের চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত রবিবার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে পাঁচ জঙ্গির গতিবিধি নজরে আসে। তারপর থেকে চলতে থাকে তল্লাশি অভিযান।

You might also like!