Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Country

11 months ago

Vishnu Deo Sai : মার্শাল দিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের বের করে দেওয়া গণতন্ত্রের হত্যা: মুখ্যমন্ত্রী সাই

Vishnu Deo Sai
Vishnu Deo Sai

 

রায়পুর, ৮ নভেম্বর : ফের ধুন্ধুমার পরিস্থিতি জম্মু ও কাশ্মীর বিধানসভায়। ৩৭০ ধারা নিয়ে শুক্রবারও অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর বিধানসভা। রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। আওয়ামী ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখকে মার্শালরা বিধানসভা থেকে বের করে দেন। বিজেপি বিধায়করা 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে থাকেন।

জম্মু ও কাশ্মীর বিধানসভার স্পিকার আবদুল রহিম রাথেরের নির্দেশে, যে সমস্ত বিধায়করা বিধানসভার ওয়েলে নামেন, তাঁদের মার্শালরা বের করেন দেন। এই ঘটনাকে গণতন্ত্রের হত্যা বলে উল্লেখ করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই।

তিনি বলেন যে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অপসারণ হয়েছে, জম্মু ও কাশ্মীরে সমৃদ্ধি এসেছে, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং সন্ত্রাসবাদের ঘটনা ৭০ শতাংশ কমে গেছে। বিদেশী নাগরিকদের এখানে আসা ৩০০ শতাংশ বেড়েছে। তিনি এও বলেন যে, জম্মু ও কাশ্মীরের বাজেট ১০০ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় সরকার ৮০ হাজার কোটি টাকার একটি বিশেষ প্যাকেজ দিয়েছে এবং ৫৬ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। কেন্দ্র ৩৭০ ধারা অপসারণের ফলেই এত উন্নতি হয়েছে। এগুলো কংগ্রেস পছন্দ করছে না।

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেছেন যে বিজেপি বিধায়কদের যেভাবে এদিন মার্শালরা বিধানসভা থেকে বের করে দিয়েছে তা গণতন্ত্রের হত্যা। দেশের জনগণ অবশ্যই এর জবাব দেবে।

You might also like!