Country

2 hours ago

Narendra Modi : বিভিন্ন দিক থেকে সংসদের এবারের অধিবেশন বিশেষ : প্রধানমন্ত্রী

Parliament
Parliament

 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর : বিভিন্ন দিক থেকে সংসদের এবারের অধিবেশন বিশেষ। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "২০২৪ সালের শেষ পর্যায় চলছে এবং দেশ ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছে। সংসদের এই অধিবেশন বিভিন্ন দিক থেকে বিশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংবিধানের ৭৫-তম বর্ষের সূচনা। আগামীকাল সংবিধান সদনে আমরা সবাই সংবিধানের ৭৫-তম বর্ষ উদযাপন করব।"

সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ চত্বরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ। এরপর সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "জনগণকে বারবার তাঁদের (বিরোধীদের) প্রত্যাখ্যান করতে হবে। এটা গণতন্ত্রের শর্ত যে, আমরা জনগণের অনুভূতিকে সম্মান করি এবং তাঁদের আশা-আকাঙ্খা পূরণের জন্য দিনরাত পরিশ্রম করি। বিরোধী দলের কিছু সদস্য অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেন। তাঁরাও চান সংসদের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। জনসাধারণ যাঁদের ক্রমাগত প্রত্যাখ্যান করেছে, যাঁরা নিজেদের সহকর্মীদের কথাকে উপেক্ষা করেছে, তাঁদের অনুভূতিকে অসম্মান করেছে এবং গণতন্ত্রের অনুভূতিকে অসম্মান করেছে। এখন বিশ্ব বড় আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে আছে। আমাদের সংসদের সময়ের ব্যবহার এবং সদনে আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে এটি বিশ্বস্তরে ভারত যে সম্মান অর্জন করেছে তা আরও শক্তিশালী করে।"

You might also like!