Country

5 months ago

Narendra Modi :ভারত ছাড়ো আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সন্ধিক্ষণ মুহূর্ত : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, ‘ভারত ছাড়ো’ আন্দোলন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি সন্ধিক্ষণ মুহূর্ত।

ঔপনিবেশিক শাসন থেকে ভারতকে মুক্ত করতে এই আন্দোলন অত্যন্ত কার্যকরী হয়েছিল। স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের প্রোফাইল ছবি বদলে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা করেছেন। ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে গণ আন্দোলনে পরিণত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকেও তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করে ‘হর ঘর তিরঙ্গা’ ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানান।

You might also like!