মুম্বই, ৩ জুন: তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এক্সিট পোলে সেরকম ইঙ্গিত মিলতেই বিশাল লাফ দিল শেয়ার বাজার। সোমবার বাজার খোলার পরেই একলাফে ২ হাজার পয়েন্ট বাড়ল সূচক। সেনসেক্স এবং নিফটি- দুই সূচকই চড়চড়িয়ে বেড়েছে বাজার খোলার পরে।
সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই ২৬০০ পয়েন্ট চড়ল সেনসেক্স। সাতসকালেই ৭৬ হাজারে পৌঁছল সেনসেক্সের সূচক। নিফটিও ২৩ হাজারের উপরে। বাজার বিশেষজ্ঞদের অনুমান, মজবুত সরকার গঠনের ইঙ্গিত মিলতেই চনমনে শেয়ার বাজার।
এদিন সকালে শেয়ার বাজার খুলতেই ৭৬ হাজারে পৌঁছে যায় সেনসেক্সের সূচক। অন্যদিকে, নিফটি ৫০-র সূচকও বিগত চার বছরের সবথেকে বড় লাফ দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- দুই বাজারই রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।