জয়পুর : আগামী সোমবার, ২৫ সেপ্টেম্বর বা তারও কিছু পর রাজস্থান রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
শুক্রবার রাতে রাজস্থান রাজ্যের কোটা, উদয়পুর, জয়পুর এবং ভরতপুর বিভাগের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। গাল উপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব শনিবার থেকে রাজস্থানের অনেক জেলায় পড়বে। তারফলে ২৫ সেপ্টেম্বর বা তারও কিছু পর থেকে রাজস্থান রাজ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বারান, সাওয়াই মাধোপুর, ঝালাওয়ারের অনেক জায়গায় অল্পস্বল্প বৃষ্টি হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপের প্রভাব ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজস্থানের বিভিন্ন জেলায় থাকবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজস্থানের আজমির, বারান, ভিলওয়াড়া, চিতোরগড়, দৌসা, ধোলপুর, জয়পুর, ঝালাওয়ার, করৌলি, কোটা, সওয়াই মাধোপুর এবং প্রতাপগড় জেলায় বৃষ্টিপাত হয়েছে। শনিবার থেকে আগামী দু থেকে তিনদিন রাজধানীসহ রাজ্যের ১৬টি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় রাজস্থানের দক্ষিণ-পূর্ব ও পশ্চিমের কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।