নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো প্যারিস অলিম্পিকে পদকজয়ী মনু ভাকেরের। সংসদ ভবনে বিরোধী দলনেতার কাছে আসেন মনু ভাকের। সঙ্গে ছিলেন মনুর কোচ জসপাল রানাও। ছিলেন মনুর পরিবারের সদস্যরাও।
জানা গেছে, এদিন মনুর হাতে ফুলের স্তবক দেন রাহুল। মিষ্টিমুখও করান তিনি। একই অলিম্পিকে পরপর দুটি পদকজয়ী হয়ে স্বাধীনতার পর প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হিসাবে ইতিহাস রচনা করেছেন মনু।