Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

Country

1 year ago

Narendra Modi :শুধুমাত্র উন্নয়ন ও বিশ্বাসের ঐক্যই উন্নত ভারত গঠনে প্রেরণা যোগায় : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

কেভাড়িয়া, ৩১ অক্টোবর : শুধুমাত্র উন্নয়ন ও বিশ্বাসের ঐক্যই উন্নত ভারত গঠনে প্রেরণা যোগায়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গুজরাটের কেভাড়িয়ায় রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমাদের প্রতিটি পরিকল্পনা, নীতি ও অভিপ্রায়ে ঐক্যই আমাদের প্রাণশক্তি। এটা দেখে সর্দার সাহেবের আত্মা যেখানেই থাকুক না কেন, তিনি নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করছেন।

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ অপসারণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, "৩৭০ ধারা চিরতরে সমাহিত করা হয়েছে। এই বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো বৈষম্য ছাড়াই ভোট হয়েছে। প্রথমবারের মতো ভারতের সংবিধানে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দৃশ্য অবশ্যই ভারতের সংবিধান প্রণেতাদের প্রচুর তৃপ্তি দিয়েছে, তাদের আত্মা অবশ্যই শান্তি পেয়েছে এবং এটি সংবিধান প্রণেতাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।"

সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, "সন্ত্রাসীদের 'মাথা'রা এখন জানে যে ভারতের ক্ষতি করলে ফল ভুগতে হবে, কারণ ভারত তাদের রেহাই দেবে না! উত্তর-পূর্ব অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, কিন্তু আমরা সংলাপ, বিশ্বাস এবং উন্নয়নের মাধ্যমে বিচ্ছিন্নতাবাদের শিখা নিভিয়ে দিয়েছি। ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার চুক্তিতে দীর্ঘদিনের অস্থিরতার অবসান হয়েছে। ভারত শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির সাথে এগিয়ে যাচ্ছে।"

You might also like!