Country

4 months ago

Massive fire in Delhi slum:দিল্লির বস্তিতে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই

Massive fire in Delhi slum
Massive fire in Delhi slum

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : সোমবার গভীর রাতে দিল্লির এক বস্তিতে ভয়াবহ আগুন লাগে। জানা গেছে, দিল্লির মদনপুর খাদার এলাকার কাঞ্চন কুঞ্জের একটি বস্তিতে আগুন লাগে। মঙ্গলবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি আসে দমকলের ১১টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকল বাহিনী। তবে ততক্ষণে আগুন গ্রাস করে নিয়েছে বস্তির একাংশ। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে হতাহতের কোনও খবর নেই। কিন্তু বস্তি এলাকায় দাহ্য বস্তু বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে। মঙ্গলবার ভোরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

You might also like!