Country

1 year ago

Loksabha and Rajys Sabha: তুমুল হইচইয়ে দুইকক্ষের অধিবেশন মুলতুবি, গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ কংগ্রেস-সহ বিরোধীদের

Lok Sabha - Rajya Sabha
Lok Sabha - Rajya Sabha

 

নয়াদিল্লি, ২৭ মার্চ : কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের তুমুল হইচইয়ের কারণে মুলতুবি হয়ে গেল সংসদের উভয়কক্ষের অধিবেশন। দুপুরে দু'টো অবধি রাজ্যসভা ও ৪টে অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। সোমবার বেলা এগারোটা থেকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হয়। উভয় কক্ষের কার্যক্রম শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিরোধী সাংসদদের প্রতিবাদের মধ্যে রাজ্যসভা দুপুর ২টো পর্যন্ত এবং লোকসভা বিকেল ৪টে পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধীরা এদিনও আদানি গ্রুপ ইস্যু এবং রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়ার বিরোধিতা করেন।

এদিকে, সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর আদানি গ্রুপ ইস্যুতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। কেন্দ্রের বিরুদ্ধে সরব হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রমুখ। তাঁদের পরনে ছিল কালো পোশাক।


You might also like!