দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার কেরলের আলাপুঝার একটি আদালত কেরলের বিজেপি নেতাকে খুনের মামলায় অভিযুক্ত ১৫ জনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষনা করল।
২০২১ সালের ১৯ ডিসেম্বর কেরল বিজেপির ওবিসি শাখার তৎকালীন সাধারণ সম্পাদক রঞ্জিত শ্রীনিবাসন বাড়িতেই খুন হয়ে যান। পরিবারের সদস্যদের সামনেই তাঁকে মারধর করে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে পিএফআই এবং আর এক সংগঠন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এফ ইন্ডিয়া বা এসডিপিআই সদস্যদের বিরুদ্ধে।
বিজেপি নেতার খুনের এক দিন আগেই, ২০২১ সালের ১৮ ডিসেম্বর বাড়ি ফেরার পথে খুন হয়ে যান এসডিপিআই-এর নেতা কেএস শান। তার পরেই বিজেপি নেতাকে খুনের নেপথ্যে অনেকেই রাজনৈতিক ‘প্রতিহিংসা’ দেখেছিলেন।