Country

4 months ago

NF Rail: বিগত অর্থবর্ষে বর্জ্য সামগ্রী বিক্রি করে ২০২.৮৪ কোটি টাকা আয় এনএফ রেলের

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিভিন্ন ধরনের বর্জ্য সামগ্রী থেকে নিজেদের অধিক্ষেত্রের অধীনে সমস্ত প্রতিষ্ঠান ও ইউনিটকে মুক্ত করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে উল্লেখযোগ্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই মিশনের অধীনে বর্জ্যমুক্ত নিশ্চিত করতে স্টেশন, ডিপো, শেড, ওয়ার্কশপ ও সেকশনগুলির ধারাবাহিকভাবে নিরীক্ষণ করা হয়।

‘জিরো স্ক্র্যাপ মিশন’-এর অংশ হিসেবে বিগত অর্থবর্ষে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২৩,৬২৮ মেট্রিকটন (এমটি) স্ক্র্যাপ রেল/পি-ওয়ে উপকরণ এবং ১৯,১৯২ এমটি বিভিন্ন বর্জ্য সামগ্রী বিক্রি করে ২০২.৮৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এছাড়া একই সময়ের মধ্যে জরাজীর্ণ রোলিংস্টক তথা ২৬টি ডিজেল লোকোমোটিভ, ২৪৭টি কোচ এবং ২৮৪টি ওয়াগনও বিক্রি করা হয়েছে।

চলতি অর্থবর্ষ ২০২৪-এর জুলাই পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৪১.৫৮ কোটি টাকা মূল্যের স্ক্র্যাপ রেল, পি-ওয়ে উপকরণ, অচল কোচ, ওয়াগন এবং লোকোমোটিভ বিক্রি করেছে, যা বিগত বছরের একই সময়ের ৩০.৮৮ কোটি টাকার তুলনায় ৩৪.৬৫ শতাংশ বেশি।

‘জিরো স্ক্র্যাপ মিশন’ অভিযানের ফলে শুধু যে ভারতীয় রেলওয়ের রাজস্বই উৎপন্ন হয়েছে, তা-নয়, বরং এর পাশাপাশি বর্জিতাংশ সহ অন্যান্য উপাদান জমা করার স্থানও তৈরি করেছে। এর ফলে বর্জ্য সামগ্রী বিক্রির লক্ষ্যমাত্রা অতিক্রম করার পাশাপাশি স্টেশন, কর্মক্ষেত্র ও চারপাশের এলাকার সৌন্দর্যও বৃদ্ধি হয়েছে। এছাড়াও রেলওয়ে চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশ অনকূল করে রাখার ক্ষেত্রে এটি সহায়ক হয়ে উঠেছে। আজ রবিবার এক প্রেস বার্তায় এ তথ্য দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

You might also like!