Country

4 days ago

Atishi: ২৮ লক্ষ দিল্লীবাসী জল না পাওয়া পর্যন্ত অনশন চলবে : অতিশী

Atishi
Atishi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জলের জন্য দিল্লির জলমন্ত্রী অতিশীর অনির্দিষ্টকালের জন্য অনশন সোমবার চতুর্থ দিনে পড়ল। সোমবার অনশন মঞ্চ থেকে অতিশী জানিয়ে দিলেন, ২৮ লক্ষ দিল্লীবাসী জল না পাওয়া পর্যন্ত অনশন চলবে। অতিশী এদিন বলেছেন, "আমি অনশনে করছি, কারণ দিল্লিতে জলের প্রবল ঘাটতি রয়েছে। গত ৩ সপ্তাহ ধরে, হরিয়ানা দিল্লিবাসীদের জল সরবরাহ কমিয়ে দিয়েছে। হরিয়ানা সরকার গত ৩ সপ্তাহ ধরে দিল্লিতে ১০০ এমজিডি কম জল দিচ্ছে।"

এরপরই অতিশী বলেছেন, "গতকাল ডাক্তার এসে আমার শারীরিক পরীক্ষা করলেন। তিনি বলেন, আমার বিপি কম হচ্ছে, আমার সুগার কম হচ্ছে, ওজন কমছে। তিনি আরও বলেন, কিটোনের মাত্রা অনেক বেড়ে গিয়েছে। কিটোনের মাত্রা এত বেড়ে যাওয়া ভালো নয় বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এটি শরীরের ক্ষতি করতে পারে, এটি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। কিন্তু আমার স্বাস্থ্য যতই খারাপ হোক, শরীরে যতই ব্যথা থাকুক না কেন, এই অনশন করার জন্য আমার সংকল্প দৃঢ়। আর যতক্ষণ না পর্যন্ত ২৮ লক্ষ দিল্লিবাসী জল না পাচ্ছেন, ততক্ষণ আমার অনির্দিষ্টকালের অনশন চলবে।”


You might also like!