Country

4 weeks ago

Sibbal takes a jibe at PM: মোদীকে তোপ সিব্বলের, কংগ্রেস নেতা বললেন এভাবে ভারতকে অক্ষত রাখতে পারবেন না

Sibbal takes a jibe at PM (File Picture)
Sibbal takes a jibe at PM (File Picture)

 

নয়াদিল্লি, ২২ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলনে কপিল সিব্বল বলেছেন, "সম্প্রতি, প্রধানমন্ত্রী মোদী একটি ভাষণ দিয়েছেন, মনে হচ্ছে প্রথম দফার নির্বাচন তাঁদের পক্ষে হয়নি। সেই বক্তৃতার পর, আমি মনে করি অনেকেই হতাশ হবেন... যা ইঙ্গিত করে যে এখানে বসবাসকারী সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী। এটা কেমন ধরনের রাজনীতি ও সংস্কৃতি? তিনি সংখ্যালঘুদের বহিরাগত বলে উল্লেখ করেছেন। এটা কেমন ধরনের রাজনীতি? একদিকে রামমন্দির ও রামের আচারের কথা বলছেন, অন্যদিকে বিদ্বেষ ছড়াচ্ছেন। কোথায় সবকা সাথ, সবকা বিকাশ, আর সবকা বিশ্বাস? আপনি এভাবে ভারতকে অক্ষত রাখতে পারবেন না।"

কপিল সিব্বল আরও বলেছেন, "আমি নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, আপনারা কেন কোনও ব্যবস্থা নেননি? আপনাদের সমালোচনা করা উচিত ছিল এবং বিবৃতিটির পুনরাবৃত্তি না করার জন্য নোটিশ পাঠানো উচিত ছিল, দণ্ডবিধির ১৫৩এ ধারায়। এটি দেশের জন্য এবং নির্বাচন কমিশনের জন্য ভালো নয়।" সিব্বল প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে বলেছেন, "আপনি (প্রধানমন্ত্রী মোদী) ভাষণ দিচ্ছেন, কংগ্রেস অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসীদের মহিলাদের সম্পত্তি দেবে। রাজনীতি এমন স্তরে নেমে গিয়েছে, এমনটা ইতিহাসে আগে ঘটেনি এবং আমি চাই না এমনটা হোক। আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই কেন অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়নি।"

You might also like!