কলকাতা, ১৪ মে : দক্ষিণবঙ্গ থেকে সাময়িক ভাবে বিদায় নিতে চলেছে ঝড়বৃষ্টি। বৃষ্টি থামতেই স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই বৃষ্টি থেমে যাবে, আর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা থেকেই উধাও হবে ঝড়-বৃষ্টি। তবুও বৃষ্টিতে ভিজতে পারে শুধু পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম। শুক্রবার থেকে ওই জেলাগুলিতেও বৃষ্টিপাত বন্ধ হবে।
বৃষ্টি থামতেই প্রত্যাবর্তন হয়েছে ভ্যাপসা গরমের, তাপমাত্রাও বাড়ছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বন্ধ হওয়ার পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুর বাদে বাকি সব জেলাতেই বৃষ্টিপাত হবে রবিবার পর্যন্ত। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারের পর থেকে বৃষ্টিপাতের রেশ কমতে পারে।