নাগপুর, ২৩ সেপ্টেম্বর : একনাগাড়ে ও প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল মহারাষ্ট্রের নাগপুরে। স্বাভাবিক জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। নাগপুরের ক্যানাল রোড রামদাসপেট এলাকা একেবারে জলের তলায়, বাড়িতেও ঢুকে পড়েছে জল। আবার আম্বাঝারি লেক সংলগ্ন এলাকায় জলের মধ্যে আটকে পড়া ৬ জনকে নিরাপদে উদ্ধার করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।
নাগপুরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জেলা কালেক্টর ডঃ বিপিন ইটানকার বলেছেন, "সারারাত ধরে ১০০-১২৫ মিলিমিটার বৃষ্টির জন্য আম্বাঝারি লেকের জল বেড়েছে। এর ফলে নীচু এলাকায় জল জমে গিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ২০০-৩০০ জনকে উদ্ধার করেছেন। সমস্ত মানুষকে সতর্ক থাকার আবেদন করছি, নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে চলে যাওয়ারও অনুরোধ করছি।"