
আজমের, ১ মে : রাজস্থানের আজমেরে ভয়াবহ আগুন লাগল একটি হোটেলে। বৃহস্পতিবার আজমেরের দিগ্গি বাজারে হোটেল নাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডে দুই মহিলা আহত হয়েছেন, এছাড়াও বেশ কয়েকজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজমেরের দমকল অফিসার জগদীশ প্রসাদ বলেছেন, "আমরা অনেকজনকে সংজ্ঞাহীন অবস্থায় পেয়েছি, যার মধ্যে একটি শিশুও রয়েছে। দুই মহিলাকে আহত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁদের সকলকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।" স্থানীয়রা জানিয়েছেন, সন্তানকে বাঁচাতে জানলা থেকে শিশুকে ছুঁড়ে ফেলেন মা। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই আগ্নিকাণ্ডে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
