Country

1 year ago

Low pressure in Bay of Bengal : বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ! শীতের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা

Low pressure in Bay of Bengal
Low pressure in Bay of Bengal

 

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : সোমবার, ৫ ডিসেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামানে নিম্নচাপ তৈরি হতে পারে এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ৭ ডিসেম্বর সকালের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে পারে। এর প্রভাবে তামিলনাড়ু ও পুদুচেরির ৭টি জেলায় ৮ ডিসেম্বর ভারী বৃষ্টিপাত হতে পারে। রবিবার পূর্বাভাসে এমনটাই জানাল আবহাওয়া দফতর।

আইএমডি জানিয়েছে, ৮ ডিসেম্বর তামিলনাড়ুর ভিলুপুরম, কুড্ডালোর, মায়িলাদুথুরাই, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনাম এবং পুদুক্কোট্টাই জেলা এবং পুদুচেরি এবং কারাইকাল-এ ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!