দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। গত মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানি ২ সপ্তাহের জন্য পিছিয়ে দিল শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার। তবে আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবার এই মামলার শুনানি কেন হল না, তার কারণ হিসেবে বলা হয়েছে, এদিন আরও একাধিক মামলার শুনানি ছিল।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির অধীনে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার।