Country

1 month ago

Chandrasekhar Pemmasani: ন্যূনতম ৩ কিলোমিটার এলাকায় একটি করে পোস্ট অফিস স্থাপনের লক্ষ্য সরকারের : চন্দ্রশেখর পেমমাসানি

Chandrasekhar Pemmasani
Chandrasekhar Pemmasani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ন্যূনতম ৩ কিলোমিটার এলাকায় একটি করে পোস্ট অফিস স্থাপন করার লক্ষ্য রাখা হয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেমমাসানি  রাজ্যসভায় এমনটাই জানান। তিনি বলেন, বিগত ১০ বছরে দশ হাজার পাঁচশোটিরও বেশি নতুন পোস্ট অফিস স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৯০ শতাংশই গ্রামীণ এলাকায়।

তিনি জানান, এগুলির মধ্যে পাঁচ হাজারের বেশি বাম উগ্রপন্থী এলাকায় অবস্থিত। ডাক বিভাগে গত পাঁচ বছরে কর্মী ছাঁটাই করা হয়নি বলেও চন্দ্রশেখর পেমমাসানি স্পষ্ট জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে সারাদেশে এক লক্ষ ৬৫ হাজারের বেশি ডাকঘরে প্রায় সাড়ে চার লক্ষ কর্মী কাজ করছে।

You might also like!