Country

1 week ago

G Kishan Reddy: শাস্ত্রী ভবনে এসে কয়লা মন্ত্রকের দায়িত্ব নিলেন জি কিষাণ রেড্ডি

G. Kishan Reddy took charge of Coal Ministry after coming to Shastri Bhavan
G. Kishan Reddy took charge of Coal Ministry after coming to Shastri Bhavan

 

নয়াদিল্লি, ১৩ জুন: বৃহস্পতিবার দিল্লির শাস্ত্রী ভবনে এসে কয়লা এবং খনি মন্ত্রকের দায়িত্ব নিলেন জি কিষাণ রেড্ডি। তিনি দায়িত্বভার গ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। উল্লেখ্য, জি কিষাণ রেড্ডি সেকেন্দ্রাবাদ থেকে বিজেপির টিকিটে লোকসভা ভোটে জয়লাভ করেন।

প্রসঙ্গত, এর আগে নিজ নিজ মন্ত্রকের দায়িত্ব পেয়ে মঙ্গলবার সকালেই নিজেদের দফতরের কাজে যোগ দিয়েছেন অধিকাংশ কেন্দ্রীয় মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, এস জয়শঙ্কর-সহ একাধিক মন্ত্রী ব্যস্ত হয়ে পড়েছেন নিজ মন্ত্রকের দায়িত্ব সামলাতে। শুধু পূর্ণমন্ত্রীরাই নয়, দফতর বন্টনের পর প্রতিমন্ত্রীরাও যোগ দিয়েছেন দফতরে। বুধবার নির্মলা সীতারমনও মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেন। আর বৃহস্পতিবার কয়লা এবং খনি মন্ত্রকের দায়িত্ব নিলেন জি কিষাণ রেড্ডি।


You might also like!