নয়াদিল্লি, ২০ জুলাই : মাইক্রোসফটের বিভ্রাটে শুক্রবার দিনভর ভোগান্তির শিকার হতে বিমান যাত্রীদের। অবশেষে শনিবার সকাল থেকে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হয়েছে। শুক্রবার দিনব্যাপী সিস্টেম বিভ্রাটের পর পাটনা বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। পরিষেবা স্বাভাবিক হয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই ও দিল্লি বিমানবন্দরেও।
তবে, মাইক্রোসফট বিভ্রাটের কারণে শনিবার সকালেও সমস্যার মুখোমুখি হন বিমান যাত্রীরা। এদিন সকালে চেন্নাই বিমানবন্দরে বিমান যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। পরিষেবা বিঘ্নিত হওয়ায় যাত্রীরা তাঁদের সমস্যার কথা জানান। কমপক্ষে ১৬টি বিমান বাতিল করা হয়েছে এবং ৩০টি বিমান কয়েক ঘন্টা বিলম্বিত হয়েছে।
উল্লেখ্য, মাইক্রোসফট পরিষেবা বসে যাওয়ায় শুক্রবার ভারত তথা বিশ্বজুড়ে বিমান চলাচল থেকে স্বাস্থ্যসুরক্ষা-সহ একাধিক ক্ষেত্র, বিশাল সমস্যার মুখে পড়েছিল। শনিবার সকাল থেকে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সফটওয়ারে আউটেজের কারণে লক্ষ লক্ষ মানুষ চরম হয়রানির শিকার হন। মার্কিন সাইবার নিরাপত্তা সংস্থা ক্রাউডস্ট্রাইকের সফটওয়্যার আপডেটে সমস্যা হওয়ার সবথেকে ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসা, ব্যাঙ্কিং, হাসপাতাল এবং উড়ান পরিষেবা ক্ষেত্রকে। মাইক্রোসফটের ব্যবহারই গতকাল বন্ধ হয়ে যায়। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা এক সোশ্যাল মিডিয়া পোষ্টে জানিয়েছেন, ক্রাউডস্ট্রাইকের সঙ্গে বিষয়টি নিয়ে তাঁরা কাজ চালাচ্ছেন। সারা বিশ্বে সমগ্র ব্যবস্থাপনাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে গ্রাহকদের প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে।