Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

3 years ago

Election Certificate is signed by the Election Commission : জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি নির্বাচনের শংসাপত্রে স্বাক্ষর নির্বাচন কমিশন-র

Election Certificate is signed by the Election Commission
Election Certificate is signed by the Election Commission

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে যৌথভাবে রবিবারভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসাবে জগদীপ ধনখড়ের নির্বাচনী শংসাপত্রে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হল।

নির্বাচন কমিশন জানায়, গত ৫ জুলাই গেজেটে কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এটি আজ ভারতের চতুর্দশ উপরাষ্ট্রপতি হিসাবে জগদীপ ধনখড়ের নির্বাচনী শংসাপত্রে স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়েছে।

শংসাপত্রের স্বাক্ষরিত অনুলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী ১১ আগস্ট নতুন উপরাষ্ট্রপতির শপথ গ্রহণের সময় পাঠ করা হবে।

উপ-রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় চমৎকার সহযোগিতার জন্য নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার, ইসিআই পর্যবেক্ষক, দিল্লি পুলিশ, সিআরপিএফ-এর পুরো দলকে প্রশংসা করেছে।

প্রসঙ্গত, জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) প্রার্থী জগদীপ ধনখড়কে শনিবার উপরাষ্ট্রপতি পদের জন্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। লোকসভার সাধারণ সম্পাদক ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার উৎপল কুমার সিং সন্ধ্যায় তাঁকে নির্বাচিত ঘোষণা করেন।

You might also like!