Country

1 week ago

Devotees gather at Ram Mandir in Ayodhya:গঙ্গা দশেরায় অযোধ্যার রামমন্দিরে ভক্তসমাগম

Devotees gather at Ram Mandir in Ayodhya
Devotees gather at Ram Mandir in Ayodhya

 

অযোধ্যা, ১৬ জুন : রবিবার গঙ্গা দশেরার পুণ্য তিথিতে অযোধ্যার রাম মন্দিরে ভক্তের ঢল। এদিন সকালেই গঙ্গা স্নান সেরে রামলালার দর্শনে যান ভক্তরা। ''জয় শ্রী রাম'' ধ্বনি দিতে দিতে মন্দিরে প্রবেশ করেন তাঁরা।

উল্লেখ্য, এদিন সকাল থেকেই উত্তর প্রদেশের বিভিন্ন ঘাটেও ধরা পড়ে ব্যস্ততার ছবি। সকাল-সকাল ঘাটগুলিতে ভিড় জমান ভক্তরা। ত্রিবেনী ঘাট, সরযূ ঘাটে ধরা পড়ে একই ছবি। গঙ্গায় ডুব দিয়ে মন্দিরের দিকে রওনা দেন তাঁরা।

প্রসঙ্গত, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরা উদযাপিত হয়। রবিবার সেই বিশেষ তিথি। এদিন দেশজুড়ে গঙ্গা দশেরা উৎসব পালিত হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবী গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন।

You might also like!