Country

10 months ago

Devastating fire in Delhi's Dwarka:দিল্লির দ্বারকায় বিধ্বংসী আগুন

Devastating fire in Delhi's Dwarka
Devastating fire in Delhi's Dwarka

 

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি  : দিল্লির দ্বারকায় একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। শনিবার রাতে দিল্লির দ্বারকার মোহন গার্ডেন এলাকার একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

আগুন লাগার পরই স্থানীয়রা দমকল বিভাগকে খবর দেয়। দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। রবিবার সকালেও আগুন নেভানোর কাজ চলছে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত পুলিশ এবং দমকল সূত্রে জানানো হয়নি।

You might also like!