Country

1 year ago

Rahul Gandhi : গণতন্ত্রের ওপর হামলা হচ্ছে, প্রতিদিনই সেই উদহারণ দেখতে পাওয়া যাচ্ছে : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২৫ মার্চ : ভারতীয় গণতন্ত্রের ওপর হামলা হচ্ছে, ফের সেই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভার সাংসদ পদ খারিজ হওয়ার পর শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, "আমি এর আগেও বহুবার বলেছি, দেশে গণতন্ত্রের ওপর হামলা হচ্ছে। আমরা প্রতিদিন সেই উদাহরণ দেখতে পাচ্ছি। আমি সংসদে প্রধানমন্ত্রী মোদী এবং আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছি। সংসদে আমার বক্তৃতা বাতিল করা হয়েছে এবং পরে আমি লোকসভা স্পিকারের কাছে বিস্তারিত জবাব লিখেছি। কিছু মন্ত্রী আমার সম্পর্কে মিথ্যা বলেছেন, আমি নাকি বিদেশী শক্তির সাহায্য চেয়েছি। কিন্তু এমন কোনও কাজ আমি করিনি। আমি প্রশ্ন করা বন্ধ করব না, আমি প্রধানমন্ত্রী মোদী এবং আদানির সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতেই থাকব।"


রাহুল গান্ধী আরও বলেছেন, আমি আদানি সম্পর্কে একটাই প্রশ্ন করেছিলাম... আমি প্রশ্ন করতে থাকব এবং ভারতে গণতন্ত্রের জন্য লড়াই করব। প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য এই পুরো নাটকটি সাজানো হয়েছে, সহজ প্রশ্ন- আদানির শেল কোম্পানিতে কার ২০ হাজার কোটি টাকা গেল? আমি এই হুমকি, সাংসদ পদ খারিজ অথবা কারাদণ্ডে ভীত নই।" রাহুল বলেছেন, "আমি সত্য ছাড়া আর কিছুতে আগ্রহী নই। আমি শুধু সত্য কথা বলি, এটা আমার কাজ এবং আমি গ্রেফতার হলেও আমি এটা করে যাবো। এই দেশ আমাকে সব দিয়েছে তাই আমি এটা করি।" রাহুল এদিন দাবি করে বলেছেন, আদানি সম্পর্কে আমার বক্তৃতা দেখে প্রধানমন্ত্রী ভীত এবং আমি তা তাঁর চোখে দেখেছি।"

You might also like!