নয়াদিল্লি, ১৩ মে : সর্বক্ষেত্রে সাফল্য কামনা করে সিবিএসই পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষার রেজাল্ট দেখে যারা হতাশ হয়েছেন, তাঁদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, একটি পরীক্ষা কখনই আপনাকে সংজ্ঞায়িত করতে পারে না। মঙ্গলবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, "প্রিয় পরীক্ষার্থীরা, সিবিএসই দ্বাদশ এবং দশম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ সকলকে আন্তরিক অভিনন্দন! এটি তোমাদের দৃঢ় সংকল্প, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের ফলাফল। এখন বাবা-মা, শিক্ষক এবং এই সাফল্যে অবদান রাখা সকলের ভূমিকার স্বীকৃতি দেওয়ারও দিন। পরীক্ষার যোদ্ধাদের সামনের সকল সুযোগে সাফল্য কামনা করছি!" প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে আরও লিখেছেন, "যারা নিজেদের ফলাফল দেখে কিছুটা হতাশ বোধ করছেন, আমি তাদের বলতে চাই: একটি পরীক্ষা কখনই আপনাকে সংজ্ঞায়িত করতে পারে না। আপনার যাত্রা অনেক বড় এবং আপনার শক্তি মার্কশিটের বাইরেও অনেক বেশি। আত্মবিশ্বাসী থাকুন, কৌতূহলী থাকুন কারণ দুর্দান্ত কিছু অপেক্ষা করছে।"
Dear #ExamWarriors,
— Narendra Modi (@narendramodi) May 13, 2025
Heartiest congratulations to everyone who has cleared the CBSE Class XII and X examinations! This is the outcome of your determination, discipline and hard work. Today is also a day to acknowledge the role played by parents, teachers and all others who have…