Country

4 hours ago

Gavai to take oath tomorrow: মঙ্গলে সঞ্জীবের মেয়াদ শেষ, বুধে শপথ বিচারপতি বি আর গাভাইয়ের

Gavai to take oath tomorrow
Gavai to take oath tomorrow

 

নয়াদিল্লি, ১৩ মে: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বি আর গাভাইকে বেছে নিয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ শেষ হচ্ছে। আর বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি বি আর গাভাই (ভূষণ রামকৃষ্ণ গাভাই)।

শপথ গ্রহণের পর বিচারপতি গাভাই হবেন সুপ্রিম কোর্টের ৫২-তম প্রধান বিচারপতি। তবে প্রধান বিচারপতির আসনে গাভাইয়ের মেয়াদ খুব বেশি দিনের নয়। ১৪ মে শপথগ্রহণের পর থেকে ছ’মাস তিনি ওই পদে থাকতে পারবেন। তার পর তিনিও অবসর নেবেন। বিচারপতি গাভাইয়ের অবসর ২০২৫ সালের নভেম্বর মাসে।

মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা বিচারপতি গাভাই বম্বে হাইকোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন ২০০৩ সালে। দীর্ঘ ১৫ বছর সেখানে কাজ করেছেন। তার পর ২০১৯ সালের ২৪ মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলে বিচারপতি গাভাই হবেন দেশের দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি। দেশের প্রথম তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি ছিলেন কেরলের বিচারপতি কেজি বালকৃষ্ণণ। তিনি ২০১০ সালে অবসর নেন।

You might also like!