রায়পুর, ১৩ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছত্তিশগড়ের জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ হয়েছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার বলেছেন, "আমি সন্তুষ্টির অনুভূতি অনুভব করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ছত্তিশগড়ের জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করেছি। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। তৃতীয়বার সরকার গঠনের পর যখন আমরা প্রথমবারের মতো ঘর বরাদ্দের সুযোগ পেয়েছি, তখন আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ছত্তিশগড়ে ৮.৪৭ লক্ষ ঘর বরাদ্দ করেছি।
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার নিউ রায়পুরের মহানদী ভবনে একটি বৈঠকের সভাপতিত্ব করেন, যেখানে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। পরে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, "ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, বিশেষ করে কৃষি ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা চমৎকারভাবে পালন করা হচ্ছে, অন্যরা সবাই প্রশংসীয় কাজ করছেন, আপনারা 'মোর আবাস, মোর অধিকার' নামক আন্দোলনের কথা মনে করতে পারেন, যা পূর্ববর্তী সরকারের আমলে শুরু হয়েছিল।"