Country

10 hours ago

Air Quality of delhi Poor:দিল্লির বাতাস দূষিতই, যমুনার জলে ভেসেই বেড়াচ্ছে বিষাক্ত ফেনা

Air Quality of delhi Poor
Air Quality of delhi Poor

 

নয়াদিল্লি, ৭ নভেম্বর : রাজধানী দিল্লির বাতাসের গুণগতমান এখনও খারাপই। বৃহস্পতিবার সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল দিল্লি-এনসিআর। ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম প্রভৃতি এলাকা ধোঁয়াশার আস্তরণে ঢাকা পড়ে যায়। ফলে দৃশ্যমানতাও কিছুটা কমেছে।

শুধুমাত্র বাতাস নয়, দিল্লিতে যমুনার জল এখনও দূষিতই। এদিন সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনার জলে ভাসতে দেখা যায় বিষাক্ত সাদা ফেনা। মাত্রাতিরিক্ত বায়ুদূষণের মধ্যেই যমুনা নদীর জলে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত ফেনা। ছটপুজোর সময় যমুনার এই বিষাক্ত জল চিন্তা বাড়াচ্ছে।

You might also like!