Country

2 years ago

Rahul Gandhi : যেভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে তা অগণতান্ত্রিক : মনীশ তিওয়ারি

Rahul Gandhi - Manish Tiwari
Rahul Gandhi - Manish Tiwari

 

নয়াদিল্লি, ২৭ মার্চ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়ার তীব্র সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি। সম্ব্বার মনীশ তিওয়ারি বলেছেন, যেভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে তা অগণতান্ত্রিক। তিনি আরও বলেছেন, রাহুল গান্ধীর সঙ্গে যা হয়েছে তা অন্যায়, আমরা প্রতিবাদ করব।

উল্লেখ্য, মোদী পদবি নিয়ে অনভিপ্রেত মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে দোষীসাব্যস্ত করেছে গুজরাটের সুরাটের আদালত। রাহুলকে দু'বছরের সাজা ঘোষণা করেছে আদালত। এরপরই রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া হয়। এরই সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি বলেছেন, যেভাবে রাহুল গান্ধীর সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে, তা সম্পূর্ণ অগণতান্ত্রিক। আদালতে আবেদন করার অধিকার তাঁর আছে। এমনকি আদালত তাঁকে আবেদন করার জন্য ৩০ দিনের সময় দিয়েছে। তাহলে তাঁর সদস্যপদ কেড়ে নিতে এত তাড়া কিসের?...আমাদের দেশের ইতিহাসে একটি কালো দিন। যা হয়েছে তা অন্যায়।


You might also like!