Country

15 hours ago

President and VP wishes Buddha Purnima: বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা রাষ্ট্রপতির, শুভকামনা জানালেন উপরাষ্ট্রপতিও

President and VP wishes Buddha Purnima
President and VP wishes Buddha Purnima

 

নয়াদিল্লি, ১২ মে : বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভকামনা জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার এক্স মাধ্যমে জানিয়েছেন, "বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আমি সমস্ত নাগরিক এবং বিশ্বজুড়ে ভগবান বুদ্ধের অনুসারীদের আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।"

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, "বুদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে সমস্ত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র দিনটি ভগবান বুদ্ধের জন্ম, জ্ঞানার্জন এবং মহাপরিনির্বাণকে চিহ্নিত করে, যার গভীর জ্ঞান প্রতিকূল সময়ে আমাদের জন্য নক্ষত্র হিসেবে কাজ করে। ভগবান বুদ্ধের অহিংসা, দয়া এবং মধ্যম পথের বার্তা আজকের বিশ্বে, ব্যক্তি এবং বৃহত্তর মানবতার জন্য, আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক। আসুন আমরা গৌতম বুদ্ধের গৃহীত মহৎ নীতিগুলির প্রতি নিজেদের পুনর্নির্বাচিত করি এবং তাঁর শিক্ষার আলো আমাদের সকলের জন্য আরও শান্তিপূর্ণ, করুণাময় এবং সুসংগত সমাজ গঠনের দিকে পরিচালিত করুক।"

You might also like!