নয়াদিল্লি, ৬ মে : উত্তর-পশ্চিম, পূর্ব ও দক্ষিণ ভারতে আগামী দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। এছাড়াও দক্ষিণ ভারতের কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, ইয়ানম, তেলেঙ্গানা, রায়লসীমা, কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে পুরো সপ্তাহ জুড়ে একই রকম পরিস্থিতির সম্ভাবনা রয়েছে।
আইএমডি জানিয়েছে, সমগ্র দেশে এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত দিল্লিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম, ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। আইএমডি আরও জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং তুষারপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে চামোলি, রুদ্রপ্রয়াগ, পিথোরাগড় এবং বাগেশ্বরেও ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।