নয়াদিল্লি, ১০ মে : ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে পাকিস্তান-পন্থী সামাজিক মাধ্যম একের পর মিথ্যে ও গুজব ছড়াচ্ছে। যা খারিজ করে দিচ্ছে পিআইবি-র ফ্যাক্ট চেক। ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলটকে আটক করা হয়নি বলে জানিয়ে দিল পিআইবি-র ফ্যাক্ট চেক। পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট, স্কোয়াড্রন লিডার শিবানী সিং পাকিস্তানে আটক হয়েছেন। এই দাবিটি ভুয়ো বলে জানিয়েছে পিআইবি-র ফ্যাক্ট চেক।