রায়পুর, ১২ মে : ছত্তিশগড়ের রায়পুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন। ট্রাক ও ট্রেলারের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন আরও ১২ জন। মৃত ১৩ জনের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। পুলিশ সুপার লাল উমেদ সিং বলেছেন, চাতৌদ গ্রামের কিছু মানুষ ছঠি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বানা বানারসীতে গিয়েছিলেন।। অনুষ্ঠান শেষ হওয়ার পর তাঁরা বাড়ি ফিরছিলেন, সেই সময় রায়পুর-বালোদাবাজার সড়কের কাছে এই দুর্ঘটনা ঘটে। মোট ১৩ জন মারা গিয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন।"
কালেক্টর গৌরব সিং বলেছেন, "মধ্যরাতের দিকে আমরা খবর পাই। দুর্ঘটনায় ১৩ জন মারা গিয়েছেন এবং প্রায় ১১-১২ জন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আরও ভালো চিকিৎসার জন্য মেকাহারা হাসপাতালে রেফার করা হয়েছে।" এসএসপি লাল উমেদ সিং আরও বলেছেন, "চাতৌদ গ্রামের কিছু বাসিন্দা খারোরা থানার আওতাধীন বানো গ্রামে 'ছঠি' অনুষ্ঠানে যোগ দিতে স্বরাজ মাজদা গাড়িতে করে যাচ্ছিলেন। অনুষ্ঠানের পর, রাত ১১-১১:৩০ মিনিট নাগাদ ফেরার সময় বাঙ্গোলি গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হয় ১৩ জনের।"